প্রেম হারাম, সম্পর্ক ভেঙ্গেছে মানে আপনি মুক্ত হয়েছেন

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯
প্রতীকী ছবি

খাদিজাতুল আফরা: আপনার সদ্য ব্রেকআপ হয়েছে আপনি কাদছেন। কাঁদতে কাঁদতে আপনার মরে যেতে ইচ্ছে করছে। কিন্তু আপনার তো ব্রেকআপের পর খুশি হওয়া উচিৎ। কারণ যে সম্পর্কটা হারাম সেই সম্পর্কে আপনি এতদিন ভালো ছিলেন কী করে? যে সম্পর্ক আপনাকে জাহান্নামের পথে এগিয়ে নিয়ে যায় সে সম্পর্কে আপনি কেন, কী কারণে খুশি ছিলেন?

সম্পর্ক ভেঙ্গেছে এর মানে আপনি মুক্ত হয়েছেন। হ্যা আপনি এতদিন ব্যাভিচারের মতো পাপ কাজে লিপ্ত ছিলেন। এখন আল্লাহর কাছে সে পাপের জন্য হৃদয় থেকে তওবা করে ক্ষমা চেয়ে নিন। তারপর নতুন করে শুরু করুন। হালাল সম্পর্ক শুরু করুণ বিয়ে করুন। কিংবা অপেক্ষা করুন।

অনেক কিছু মেয়ে এবং ছেলেদের এটা বলতে শোনা যায়, প্রেম স্বর্গ থেকে আসে। আমার এমন কথা শুনলে সিনেমার ডায়লগ ছাড়া কিছুই মনে হয় না। প্রেম হারাম, হারাম এবং হারাম। প্রেম করছেন মানে গায়রে মারহাম এর দিকে তাকাচ্ছেন এতে আপনার চোখের যিনা হচ্ছে। তারপর গায়রে মারহামের সাথে কথা বলছেন আপনার জীহ্বার যিনা হচ্ছে। তার কথা শুনছেন আপনার কানের যিনা হচ্ছে। তার হাত ধরে ছেন আপনার হাতের যিনা হচ্ছে। তার সাথে দেখা করবেন এই উদ্দেশ্য রওনা দিয়েছেন আপনার পায়ের যিনা হচ্ছে। শেষ বিচারের দিন আপনার হাত, চোখ, জীহ্বা, কান, পা সব কিছুর হিসাব দেয়া লাগবে। তখন কি করবেন?

গায়রে মাহরাম এর সাথে কথা বলা দূরে থাক তাকানো নিষিদ্ধ। আর এটা শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য প্রযোজ্য। হাদিসে আছে আপনি যেমন আপনি ঠিক তেমনি বৌ এবং স্বামী পাবেন। তাই নেককার, দ্বীনদার স্বামী বা স্ত্রী পেতে হলে আগে আপনাকে তেমন হতে হবে।

আবার এখনকার পার্কে কিংবা মার্কেটে কিংবা অন্য কোথাও আপনি এমন কিছু যুগল দেখতে পাবেন যারা পর্দা করে প্রেম করে। তারা নাকি আবার দুজন দুজনকে শাসন করে ইমানদার হওয়ার জন্য। এটা আসলে নেক সুরুতে শয়তানের ধোকা ছাড়া আর কিছুই নয়। একজন প্রকৃত ইমানদার মেয়ে কিংবা ছেলে কখনোই প্রেমের মতো এমন অশ্লীলতায় জড়াবে না। ব্যাভিচারে জড়াবে না।

অনেকের আবার ব্রেকআপ হয়ে গেলে নতুন অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে। তারা ভাবে প্রথম সম্পর্কের ভুল গুলো এই সম্পর্কে করবো না। আরে, বিয়ের আগে একটা ছেলে কিংবা মেয়ের যে কোনো সম্পর্ক পাপ, অবৈধ।

আপনি পাপের মধ্যে কখনো সুখ পাবেন না। শান্তি পাবেন না। আখিরাতে হিসেব দিতে পারবেন তো আপনার গুনাহের? কিভাবে আল্লাহর সামনে দাড়াবেন এতো পাপ নিয়ে? তাই ফিরে আসুন এসব বাজে, অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। দেখুন পৃথিবী কতো সুন্দর। জান্নাত তো আরও সুন্দর। জান্নাতে আমরা কখনোই কাদবো না, কষ্ট পাবো না। চিরস্থায়ী সুখ পাবো। কিন্তু জাহান্নামে পাবো দুঃখ, চিরস্থায়ী শাস্তি,  কস্ট। তাই ফিরে আসুন। তাওবা করুন।

আই.এ/

মন্তব্য করুন