বাংলাদেশী ব্যবসায়ী এম.সাইফুল আলমের সফলতায় মুগ্ধ ওমান প্রবাসীরা

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

বাইজিদ আল-হাসান, ওমান : বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতারের প্রেসিডেন্ট ও সান সিটি গ্রুপের চেয়ারম্যান এম.সাইফুল আলমের ওমান শুভাগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে ওমানের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসান। গতকাল বুধবার মাস্কাটের অভিজাত গোল্ডেন টিউলিপ হোটেলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশী ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ ও প্রবাসে ব্যবসার বিভিন্ন সমস্যা নিয়ে এসময় গুরুত্বপূর্ণ আলোচনা করেন স্থানীয় ব্যবসায়ীরা।

এসময় ওমানের বিশিষ্ট ব্যবসায়ী হাসান টেক্সটাইলের চেয়ারম্যান জনাব আবুল হাসান বলেন, ওমান খুবই সম্ভাবনাময় একটি দেশ। এখানে সঠিকভাবে ব্যবসা করতে পারলে বাংলাদেশীদের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছ। “সেইসাথে তিনি ওমানের সকল ব্যবসায়ীদের নিয়ে একটি বিজনেস কাউন্সিল করার কথা ও জানান আগত অতিথিকে”। এসময় উপস্থিত ছিলেন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল ইসলাম হাফেজ ইসমাঈল, বরকত আলীসহ অন্যান্য ব্যবসায়ীরা।

এসময় এম.সাইফুল ইসলাম বলেন “ওমান অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ, এখানে ব্যবসার প্রচুর সম্ভাবনা রয়েছে, সুতরাং কোনো অসাধু চক্রের কারনে যেন এই সম্ভাবনার দুয়ার প্রভাবিত না করতে পারে সেইদিকে সজাগ থাকার কথা বলেন”। তিনি ইতিমধ্যে কাতার, দুবাই ও বাংলাদেশে ব্যবসা করলেও ওমানে নতুন কোম্পানি খোলার কথা জানান। একদিনের ব্যবসায়ীক সফর শেষে তিনি ওমান থেকে দুবাইর উদ্যেশে রওয়ানা হন।

উল্লেখ্য, এম.সাইফুল আলম অতি অল্প বয়সে ব্যবসার মাধ্যমে নিজেকে একজন প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ইতিমধ্যে তিনি বাংলাদেশ আ.যুবলীগ কেন্দ্রীয় কমিটির জয়েন সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতারের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইর ফাউন্ডার মেম্বার হিসেবেও তিনি অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন