

পাবলিক ভয়েস : খুলনা শহরের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে ‘কিশোরী মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট’ আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেকের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
কেসিসির ১০ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের তত্ত্বাবধানে ১০টি কিশোরী ফুটবল টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, খুলনা জেলা ক্রীড়া সংস্থা ওকেসিসির সাধারণ আসনের কাউন্সিলররা খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ দিতে টিমগুলোকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে সভায় উল্লেখ করা হয়।
প্রতিদিন দু’টি টিম খেলায় অংশগ্রহণ করবে। খুলনা জিলা স্কুল মাঠে প্রতিদিন বিকেল ৩টায় খেলা শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাতীয় পর্যায়ে পুরুষ খেলোয়াড় তৈরির পাশাপাশি মহিলা খেলোয়াড় তৈরির লক্ষ্যে এ টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে সভায় সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন। টুর্নামেন্ট শেষ হওয়ার পর জাতীয় পর্যায়ে মেয়র কাপের আয়োজন করা হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন। তিনি টুর্নামেন্ট সফলভাবে সমাপ্তির জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
কেসিসির প্যানেল মেয়র মো. আলী আকবর টিপু, অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান সভায় মতামত ব্যক্ত করেন।
এছাড়া কেসিসির কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলরা সভায় উপস্থিত ছিলেন।