ইশা ছাত্র আন্দোলন ‘চট্টগ্রাম বিভাগীয় ছাত্র সমাবেশ’ কাল রোববার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিভাগের ‘বিভাগীয় ছাত্র সমাবেশ’ আগামীকাল রোববার (৩ নভেম্বর) ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরামের সভাপতিত্বে ও চট্টগ্রাম নগর সভাপতি রিদওয়ানুল হক শামসীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

সমাবেশে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, চট্টগ্রাম ওমর গণি কলেজের সাবেক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হুসাইন, আইএবির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহ-প্রচার সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন সাকী, চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ প্রমুখ।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আব্দুজ্জাহের আরেফী, পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, আলমগীর হুসাইন মাহমুদ, নূরুল বশর আজিজী ও চট্টগ্রাম বিভাগ ও মহানগর আওতাধীন বিভিন্ন জেলা ও সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও স্থানীয় বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ।

/এসএস

মন্তব্য করুন