মহেশখালীতে আগুন; দোকানপাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

এম.কলিম উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালী উপজেলার কালামারছড়া বাজারে ওয়ার্কশপের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় মহেশখালী উপজেলার কালামারছড়া বাজারের ফার্মেসিসহ ৮ থেকে ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। দু’টি নতুন পুরাতন ওয়ার্কসপসহ প্রায় ৫টি মোটর সাইকেল ও গাড়ির বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

স্থানিয়রা জানিয়েছে, আল-হামরা মেডিকেল ল্যাব-এর ফার্মেসির ঔষধ, ল্যাব সরঞ্জাম, টিভি, ফ্রিজ ও ৪টি জেনারেল ষ্টোরের বিভিন্ন মালামাল পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানিয়রা আরও জানায়, ফায়ার সার্ভিস স্টেশন দূরে হওয়াতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার পূর্বেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসে। বৈদ্যুতিক শর্ট ও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার ভয় থাকা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে তারা। এসময় কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলেও তাৎক্ষণিক বিদ্যুৎ লাইন বন্ধ করেনি পল্লী বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট বিভাগ। একারণে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে  আনে।

আই.এ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন