

শেখ নাসির উদ্দিন, খুলনা জেলা প্রতিনিধি: দুর্গপূজা উপলক্ষে অতিরিক্ত মদ সেবনে খুলনা মহানগর, সোনাডাঙ্গার গল্লামারী ও রূপসা উপজেলায় ৫ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেনজিৎ দাস (২৯), তার আপন ভাই তাপস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসা রাজাপুর এলাকার পরিমল।
নিহতদের মধ্যে ৪ জন বুধবার (০৯ অক্টোবর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে ও একজন মঙ্গলবার (০৮ অক্টোবর) গভীর রাতে মারা যান। নিহতদের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. আলমগীর ও ডা. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে।
আই.এ/পাবলিক ভয়েস