

* একটি ডিমের সাদা অংশ ফেটিয়ে ত্বকে লাগান। ভেজা ত্বকের উপর টিস্যু লাগিয়ে উপরে আরেক লেয়ার করে ডিম দিন। শুকিয়ে গেলে টিস্যু টেনে উঠিয়ে ফেলুন। দূর হবে ত্বকের অবাঞ্ছিত লোম।
* ৮ টেবিল চামচ পানির সঙ্গে ২ টেবিল চামচ চিনি ও ২ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি কিছুক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে নিন। কুসুম গরম থাকা অবস্থায় ত্বকে লাগিয়ে উপরে পাতলা ভেজা কাপড় বসিয়ে টেনে উঠিয়ে ফেলুন।
* ১ টেবিল চামচ মধু, আধা টেবিল চামচ ওট এবং ১০ ফোঁটা লেবুর রস মেশান একসঙ্গে। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। আঙুল ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন।
* ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস ও ৫ টেবিল চামচ আলুর রস একসঙ্গে মিশিয়ে নিন। মসুরের ডাল সারারাত ভিজিয়ে রেখে বাকি উপকরণ দিয়ে একসঙ্গে ব্লেন্ড করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
* একটি পাকা কলা ও ২ টেবিল চামচ ওটমিল একসঙ্গে ব্লেন্ড করে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।
* ১ টেবিল চামচ কর্নস্ট্রাচ, ১ টেবিল চামচ চিনি ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে ফেলুন।
আই.এ/পাবলিক ভয়েস