

পাবলিক ভয়েস : বাগেরহাটের চিতলমারী উপজেলার পাগলা বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে।
আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যাওয়া পাঁচটি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি কেউ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ভোরে স্থানীয় বাজারে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভায়। ততক্ষনে ওই পাঁচটি দোকান পুড়ে যায়। আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া আশ্বাস দেন তিনি।