বেতন কাঠামো নির্ধারণে শ্রমিকদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯
কারখানার শ্রমিকরা

পাবলিক থয়েস :  রাজধানীর মিরপুরের কালশী এলাকার রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় বেশ কয়েকবার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল থেকে কালশীর ২২ তলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। এর দাবি জানালেও উল্টো হুমকি-ধমকি দেয় তারা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শ্রমিকরা রাস্তার একপাশে অবস্থান করলেও আরেকপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সমস্যা সমাধানে পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

মন্তব্য করুন