নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানচাপায় দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের সদর উপজেলার গোগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এক ঘণ্টা ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

নিহতদের মধ্যে একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক জামাল হোসেন (৪০) ও অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি। তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৬টায় অটোরিকশাটি মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোচালক জামালের মৃত্যু হয় আর গুরুতর আহত অজ্ঞাত এক যাত্রী। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করে ভাঙচুর করে। তবে, এর চালক ও হেলপার পালিয়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ জামালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। তবে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন