

পাবলিক ভয়েস : শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনের মতো উত্তরা-বিমানবন্দর সড়কে অবস্থান নিয়েছে তারা।
এদিন সকালে উত্তরার পরিবর্তে গাজীপুরের সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশি বাধার মুখে সোয়া ১১টার দিকে তারা আবদুল্লাহপুর ও উত্তরার দিকে চলে আসেন। বর্তমানে সড়কের দু’পাশে যানচলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের এই অবরোধের মধ্যেই দুপুর সোয়া ১টার দিকে বিমানবন্দর গোলচত্বরে এনা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। বিজিএমইএ এবং আইনের লোকরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
হেলমেট পরিহিত বহিরাগতদের উস্কানিতে এরকমটা হচ্ছে বলে অভিযোগ করেন বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান।