গাজীপুরে কারখানায় অ‌গ্নিকা‌ণ্ড

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

গাজীপুর সি‌টি করপোরেশন কা‌শিমপুর থানার ছোট গো‌বিন্দবা‌ড়ি এলাকায় এক‌টি কারখানায় অ‌গ্নিকা‌ণ্ড ঘটেছে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে মাদার টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

কা‌শিমপুর ডি‌বিএল ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন অ‌ফিসার মিরাজুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে মাদার টেক্সটাইল কারখানার দ্বিতীয় তলায় স্টোর রুমে আগুন লাগে। পরে খবর পেয়ে ডি‌বিএল ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউ‌নিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।

আগুনে স্টোর রুমে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসা‌র্কিট থেকে এ আগুনের সূত্রপাত। তবে ক্ষ‌য়ক্ষতির প‌রিমাণ তদন্তের পর বলা যাবে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন