ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ কওমী মাদরাসার ছাত্র ছিলেন

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রী পরিষদের তালিকায় ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে যোগ হওয়া শেখ মোহাম্মদ আবদুল্লাহ ‘কওমী মাদরাসা’র সাবেক ছাত্র বলে জানা গেছে।

মাও. শামসুল হক ফরিদপুরী রহ. প্রতিষ্ঠিত এদেশের প্রসিদ্ধ কওমী মাদরাসা ‘গহরডাঙ্গা মাদরাসার’ সাবেক ছাত্র তিনি। মাদরাসায় হেফজ বিভাগে অধ্যয়ণ করে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন তিনি। গহরডাঙ্গা মাদরাসার বর্তমান মুহতামিম মাও. রুহুল আমিন সাহেবের সন্তান মাও. ওসামা আমিন পাবলিক ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাও. ওসামা আমিন বলেন, আমরা মনে করি তিনি আমাদের কওমী মাদরাসার প্রতিনিধি এবং তিনি আমাদের কওমী মাদরাসাকে ‘রিপ্রেজেন্ট’ করেন।

তিনি আরো বলেন, আমাদের দীর্ঘদিনের আশা ছিল, আমাদের অঙ্গণের কেউ সরকারের প্রতিনিধিত্বে বড় কোন পর্যায়ে থাকুক। ‘আমাদের আশা ছিল তিনি মন্ত্রী হবেন। মাননীয় প্রধানমন্ত্রী হয়ত কোন ভালো দিক বিবেচনায় ওনাকে প্রতিমন্ত্রী বানিয়েছেন। আমরা এতে খুশি এবং ওনাকে অভিনন্দন জানাই’

জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এই শেখ আবদুল্লাহর বাড়ি গোপালগঞ্জে। তিনি শেখ হাসিনার গোপালগঞ্জের আসনে উন্নয়নসহ নানা কাজের দেখা শুনা করেন।

দেশের আলেম সমাজের সাথে তাঁর সম্পর্কও বেশ ভালো। কওমী মাদরাসা স্বীকৃতি সনদ নিয়ে তাঁর অবস্থান বেশ প্রশংসিত অনেক আলেমের কাছে।

এজন্য আলেম সমাজ, মসজিদ মাদরাসা ও ধর্ম নিয়ে কাজ করতে দলের ধর্ম সম্পাদকের পাশাপাশি এবার ধর্ম প্রতিমন্ত্রীও করা হয়েছে তাকে।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পাওয়া শেখ মোহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমাকে দলের ধর্ম সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে, আমি সেটা সুন্দরভাবে পালনের চেষ্টা করেছি। আমার ওঠাবসা আলেম-ওলামাদের সঙ্গে। তাদের সুখে দুঃখে আমি পাশে থাকার চেষ্টা করি। তাদের যেকোনো মেসেজ নেত্রীর কাছে পৌঁছে দেই। এখন সরকারেও আমাকে এই দায়িত্ব দেয়ায় ধর্মানুরাগীদের সেবার নতুন সুযোগ তৈরি হলো। তিনি বলেছেন, ‘আমি আলেম সমাজের কল্যাণে নিজেকে উজাড় করে দেব’

মন্তব্য করুন