ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাভারে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাভারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা বেগম (৩৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খাদিজা বেগম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ বন্দনী গ্রামের আব্দুল মালেকের মেয়ে। তিনি সাভারের ছায়াবিথী এলাকায় স্বামী হাবিবুর রহমানের সঙ্গে থাকতেন।

খাজিদার স্বামী হাবিবুর রহমান জানান, গত ২৫ আগস্ট হালকা জ্বর অবস্থায় সাভারের সুপার মেডিক্যালে নিয়ে গেলে ডেঙ্গু জ্বর শনাক্ত হয় খাদিজার। সেদিন বাসায় ফিরে গেলে পরে ২৮ আগস্ট জ্বরের পরিমাণ বেড়ে যায়। তখন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৩১ আগস্ট বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে রাত ১১টার দিকে আইসিইউতে চিকিৎসায়ধীন অবস্থায় তিনি মারা যান।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এডিমন ম্যানেজার ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন