
আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ. এর নাতি, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনীর ছেলে মোহাম্মদ আবুল বারাকাত আমিনী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
আবুল বারাকাত আমিনীর সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন পরিবার সংশ্লিষ্টরা। এছাড়াও দলীয় নেতাকর্মীদের প্রতিও বিশেষ দোয়ার আহ্বান করা হয়েছে।
আজ এক বিবৃতিতে আবুল বারাকাত এর সুস্থতা কামনায় দোয়া করার জন্য ইসলামী ঐক্যজোট, খেলাফতে ইসলামী, ইসলামী ছাত্র খেলাফতের সকল নেতাকর্মী ও দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান।
/এসএস

