

পাবলিক ভয়েস : মাও. শাহ আহমদ শফী সাহেবের সভাপতিত্বে আগামী ১১ জানুয়ারী জুমাবার, সারাদিন ব্যাপী। বাংলাদেশের প্রাচিন ও বৃহত্তম দ্বীনি শিক্ষাকেন্দ্র আল- জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন।
মাহফিলে দেশবরেণ্য ওলামা- মাশায়েখে কেরাম দ্বীনের সঠিক দিক- নির্দেশনা মূলক নসিহত পেশ করবেন।
উক্ত দস্তারবন্দী সম্মেলনে বিগত ১৪৩৮-৩৯ হিজরী শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (মাস্টার্স) ফারেগীনদের দস্তারে ফযিলত প্রদান করা হবে, ইনশাআল্লাহ!
বিশেষ দ্রষ্টব্য: সংশ্লিষ্ট ফারেগীনদের যথাসময়ে উপস্থিত হয়ে দস্তারে ফযিলতের টোকেন সংগ্রহ করার জন্য বলা হচ্ছে।