ফরিদপুরে সেতুর রেলিং ভেঙ্গে বাস খাদে পড়ে নিহত ৭, ফরিদপুরেই পৃথক দূঘটনায় নিহত ৩

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

ফরিদপুরে সেতুর রেলিং ভেঙ্গে বাস খাদে পড়ে গিয়ে ৭জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ২০জন। শনিবার দুপুরে ফরিদপুর ধুলদি বাজারে ঢাকা খুলনা মহাসড়কের সেতুতে এ  মর্মান্তিক সড়ক দূর্ঘনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী কর্ণফুলী পরিবহনের বাসটি একটি অটোকে সাইড দিতে যেয়ে মোটর সাইকেলকে চাপা দিয়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনস্থালে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস সূত্রে এ পর্যন্ত ৭ জনের মৃতের খবর পাওয়া গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ।

এদিকে ফরিদপুরেই পৃথক আরেকটি সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। যাত্রাবাহী বাস একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকে থাকা ৩ যাত্রী নিহত হয়। অন্যদিকে দিনাজপুরের হি‌লি‌তে মটরসাইকেলের ধাক্কায় এক শ্র‌মিক নিহত হয়েছে।

/এসএস

মন্তব্য করুন