

পাবলিক ভয়েস : রাজধানীর আজমপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা। আজ রোববার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে উত্তরার ৫-৬ টি গার্মেন্টসের শ্রমিকরা অবরোধ শুরু করে।
এদিকে সড়ক অবরোধের কারণে টঙ্গী-গাজীপুর এবং উত্তরা ও বনানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
উত্তরা মডেল থানার কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘পোশাক শ্রমিকরা সড়কে এসে গাড়ি বন্ধ করে দিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি। পাশাপাশি মালিকদের সঙ্গেও কথা চলছে। পোশাক কারখানার মালিকদের ও সংগঠনগুলোর নেতাদের বিষয়টি জানানো হয়েছে।’