হাসপাতালের ড্রেনে মিলল ফুটফুটে নবজাতক

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯
উদ্ধার করা নবজাতকের ছবি

পাবলিক ভয়েস : টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। অভিভাবকহীন ছেলে নবজাতকটির যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে সমাজ সেবা অধিদফতর।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা জানান, গত শুক্রবার সন্ধ্যায় এক নারী পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। শিশুটির ওজন মাত্র এক কেজি ৩০০ গ্রাম। এ ধরনের শিশু খুব ঝুঁকিপূর্ণ হয়। তবে আমরা উদ্ধারকৃত ওই নবজাতককে বাঁচানোর সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী বর্তমানে শিশুটির দায়দায়িত্ব পালন করছে জেলা সমাজ সেবা অধিদফতর।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, আমরা উদ্ধারকৃত ওই নবজাতকের সকল দায়দায়িত্ব পালন করছি। শিশুটি সুস্থ হয়ে উঠলে আদালতের মাধ্যমে আমরা তাকে ঢাকায় ছোটমনি নিবাসে পাঠিয়ে দেব। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন