কাশ্মীরের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম হবে ভয়াবহ: আতাউল্লাহ হাফেজ্জী

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯

৩৭০ অনুচ্ছেদ বাতিল করেন কাশ্মীরের অধিকার খর্ব করে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ বুধবার রাজধানীর কামরাঙ্গীচরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লা ইবনে হাফেজ্জী।

এসময় মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী বলেন, কাশ্মীরে ভারত সরকারের মুসলিম নিধনের ষড়যন্ত্র ও আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে জম্মু-কাশ্মিরকে দেয়া বিশেষ মর্যাদা বিলুপ্ত করে কাশ্মীরিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ভারতের মোদী সরকার। এ বিশ্বাসঘাতকতার পরিণাম হবে অত্যান্ত ভয়াবহ।

তিনি অবিলম্বে কাশ্মীর থেকে ভারতের সেনা প্রত্যাহার, তাদের সাংবিধানিক ও নাগরিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানিয়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যথায় মুসলমানরা একবার রুঁখে দাড়ালে কাশ্মীর আজাদ হবেই এবং ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। তিনি বিশ্ব মুসলিমকে ঈমানের বলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও মুফতি আবুল হাসান কাসেমী প্রমূখ।

এসময় মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, কাশ্মীরের স্বাধীনতা ও মুসলমানদের রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমানে ভারত সরকার কর্তৃক কাশ্মীরের জনগণের অধিকার হরণ, জোর পুর্বক তাদের উপর ভারত সরকারের শাসন চাপিয়ে দেয়া ভয়ঙ্কর আগ্রাসনের শামিল।

মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ভারত সরকারের বাহিনী ও উগ্র হিন্দুরা নিরাপরাধ মুসলিম, নিষ্পাপ নারী-শিশু, নিরহ সাধারণ নাগরিকদের উপর যে জুলুম-নির্যাতন করে চলছে তা পৃথিবীর ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। বিশ্ববাসি কাশ্মীর নিয়ে কোনো যুদ্ধ দেখেতে চায় না, কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

/এসএস

মন্তব্য করুন