
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা ও দিনাজপুরে বৃদ্ধাসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনেই মারা যান।
মৃতরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জের বাসিন্দা মনোয়ারা বেগম (৭৫) ও ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে রবিউল ইসলাম।
জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর গত শনিবার (৩ আগস্ট) মনোয়ারাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
অপরদিকে, গত ৩০ জুলাই দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয় রবিউল ইসলাম (১৭)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৬ আগষ্ট) ভোর ৬টায় সে মারা যায়।
জিআরএস/পাবলিক ভয়েস

