এসইউবিতে ‘আন্ডারস্টান্ডিং ডিজাস্টার রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স’ কোর্সের উদ্বোধন

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯
এসইউবির আয়োজিত সার্টিফিকেট কোর্সে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা

পাবলিক ভয়েস : স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজিত (এসইউবি) ‘আন্ডারস্টান্ডিং ডিজাস্টার রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স’ নামে ৩৬ ঘণ্টা ব্যাপী সার্টিফিকেট কোর্স উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এসইউবির প্রধান ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও কূটনীতিকসহ সরকারি, বেসরকারি এবং উন্নয়ন সেক্টরের ৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। এসইউবির পরিবেশ বিজ্ঞান বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. আমির এইচ খানের সভাপতিত্বে এবং বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. খান ফেরদৌসর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন এসইউবির রেজিস্ট্রার অধ্যাপক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ এবং প্রাকটিক্যাল অ্যাকশান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডিজাস্টার ম্যানেজমেন্ট এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং নেটওয়ার্কের (ডিএমইআরটি) সমন্বয়ক ড. মাহমুদুল ইসলাম। এসইউবির আয়োজিত এই কোর্সটি প্রাকটিক্যাল অ্যাকশান বাংলাদেশ এবং ডিএমইআরটির সঙ্গে যৌথভাবে পরিচালনা করছে।

মন্তব্য করুন