
জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা শারমিন আকতার শাপলা (৩২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ আগস্ট) ভোরে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শাপলা একই এলাকার মৃত আব্দুস সালামের মেয়ে এবং আক্কেলপুর উপজেলার ননুজ গ্রামের বাসিন্দা ও ঢাকা আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক আবহাওয়াবিদ নাজমুল হকের স্ত্রী।
আক্কেলপুর থানার ওসি কিরোন কুমার জানান, ঢাকা থেকে শাপলা মঙ্গলবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয়পুরহাটে তার বাসায় আসে। গত শুক্রবার দুপুর থেকেই শাপলার জ্বর শুরু হলে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ৭ মাসের গর্ভবতী থাকার কারণে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা গত শনিবার রাতে তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। আজ সোমবার ভোরে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এখন পর্যন্ত ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

