
ঢাকার সাভারে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৩ আগস্ট) রাতে সাভারের তেতুলঝোড়া এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঠাকুরগাওয়ের বালিয়াকান্দি উপজেলার ওমর আলীর ছেলে হামিদ (৩৮) ও একই জেলার বালিয়াডাঙ্গী উপজেলার গাড়িয়ালী গ্রামের মফিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
সাভার মডেল থানার উপপরিদর্শক মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার থানার মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
জিআরএস/পাবলিক ভয়েস

