সাভারে ফেনসিডিলসহ আটক ২

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৯

ঢাকার সাভারে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৩ আগস্ট) রাতে সাভারের তেতুলঝোড়া এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঠাকুরগাওয়ের বালিয়াকান্দি উপজেলার ওমর আলীর ছেলে হামিদ (৩৮) ও একই জেলার বালিয়াডাঙ্গী উপজেলার গাড়িয়ালী গ্রামের মফিজুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।

সাভার মডেল থানার উপপরিদর্শক মোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার থানার মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন