স্লিপার সরে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

পাবলিক ভয়েস : পাবনার ভাঙ্গুড়া উপজেলার দীলপাশা রেল স্টেশনের কাছে ট্রেনের স্লিপার সরে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শনিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখি মালবাহী একটি ট্রেন ভাঙ্গুরা দীলপাশা স্টেশন পার হওয়ার সময় এ ঘটনা নজরে আসে। বর্তমানে ঢাকা, উত্তর ও দক্ষিণাঞ্চলের তিনটি ট্রেন কাছাকাছি স্টেশনে সবুজ বাতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

এ ব্যাপারে ভাঙ্গুড়া স্টেশন মাস্টার আব্দুল মালেক বলেন, সকাল সাড়ে ১১টার দিকে মালবাহী একটি ট্রেন পাবনা ভাঙ্গুড়া স্টেশন ক্রস করার সময় এই লাইনের স্লিপার ভেঙে সরে যায়। ঘটনার সময় এক পথচারী তা দেখতে পেয়ে পার্শ্ববর্তী স্টেশনে বিষয়টি অবহিত করে। আমরা ঘটনাস্থল পরির্দশন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা সিরাজগঞ্জ থেকে লাইন মেরামতের জন্য ইতোমধ্যে লোক পাঠিয়েছে। লাইন মেরামতের কাজ শুরু হয়েছে, আশা করছি কিছু সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য করুন