নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৯
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন এলাকায় কয়েকটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দিনগত রাত ৩টা ৩৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা কারাগার ও জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা পাশের গুমামেও ছড়িয়ে পড়ে। এর সাথে ঝুপড়ি ঘরও থাকতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান আদুল্লাহ আরেফিন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে। তবে ধোঁয়া আছে। ক্ষতি-ক্ষতির বিষয়টি এখনও জানা যায়নি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন