গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ থেকে বেশপুরগামী যাত্রীবাহী বাসের চালক ভাটিয়াপাড়ায় নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাইনউদ্দিন দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, উদ্ধার কাজ চলছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন