
সাভারের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার সকালে গেণ্ডা এলাকা থেকে আকাশ, দুপুরে কুণ্ডা এলাকা থেকে মেহেদী ও ঢাকার তালতলা এলাকার বলিয়ারপুর ব্রিজের নিচ থেকে রাজনের মরদেহ উদ্ধার করা হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদী ঢাকার আগারগাওঁয়ের জাফর আহমেদের ছেলে। তার বাবা পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন কর্মী। আকাশ ব্যাংক টাউন পশ্চিম পাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে এবং রাজন রাজধানীর কুড়িল বিশ্ব রোডের তিনশ ফিট এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিটন আহমেদ বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে নামা গেণ্ডা এলাকায় আকাশ, ছয় কিলোমিটারেরও বেশি দূরত্বে কুণ্ডা ব্রিজ থেকে মেহেদি ও সর্বশেষ ৭ কিলোমিটার দূরে বলিয়ারপুর ব্রিজের নিচ থেকে রাজনের লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ধলেশ্বরীতে গোসল করতে নেমে ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ওই তিন সহপাঠী নিখোঁজ হয়। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও প্রতিকূল আবহাওয়া এবং প্রবল স্রোতের কারণে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে তা বন্ধ করে দেওয়া হয়। আজ রোববার সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিস আবার উদ্ধার শুরু করে। এরপর একে একে তিনজনের মরদেহ উদ্ধার করা হলো। তারা সবাই ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল।
জিআরএস/পাবলিক ভয়েস

