ধলেশ্বরীতে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯

সাভারে ধলেশ্বরী নদীতে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে আকাশ (১৮) নামে এক লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে দুজন ডুবুরি নদীর পশ্চিম ব্যাংকটাউন এলাকায় উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। তাদের নেতৃত্বে আছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ।

তিনি জানান, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। গতকাল শনিবার ঘটনাস্থল এবং এর আশপাশের এলাকায় খোঁজ করা হয়েছে। আজ উজান থেকে ভাটির দিকে সন্ধান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার বেলা ১১টায় সাভারের ধলেশ্বরী নদীতে নৌভ্রমণে এসে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী।

নিখোঁজ আরও দুই শিক্ষার্থী হলো- ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী (১৭) ও রাজন (১৭)।

ফায়ার সার্ভিসের সাভার শাখার সিনিয়র স্টেশন মাস্টার লিটন আহমেদ জানান, আজ রোববার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি এবং ১০ জন সদস্য এ অভিযানে কাজ করছে। এছাড়া আমিনবাজারের তুরাগ নদীতেও আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন