পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকম : প্রত্যাশা ও আমাদের অবস্থান

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৯

২০১৮ সালের ডিসেম্বর মাসে দেশসেরা কয়েকজন মিডিয়া ব্যক্তিত্বের হাত ধরে পাবলিক ভয়েসের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। এতটা উদ্যোম আর পাঠকপ্রিয়তা নিয়ে পথচলা শুরু হবে প্রথমে সেটা ধারণায় ছিল না আমাদের। পরীক্ষামূলক আত্মপ্রকাশের পর একটু একটু করে আশাতীতভাবে পাঠক জমা হতে শুরু করে ।

এটা আমাদের বেশ অনুপ্রাণিত করেছে। পাবলিক ভয়েসের সাথে সংশ্লিষ্ঠ সকলের সম্মিলিত প্রচেষ্টায় দৈনিক ৫০ হাজার প্লাস পাঠক ভিজিট করেন তাদের প্রিয় পোর্টাল পাবলিক ভয়েস। এ অবস্থায় আমরা আরও পরিণতির দিকে যাওয়ার চূড়ান্ত পরিকল্পনা করি। ফলে বিজ্ঞাপন নেওয়া থেকেও বিরত থাকি পোর্টালকে আরও শক্তিশালী করব বলে। সিদ্ধান্ত হয় পরবর্তিতে বিজ্ঞাপনের আহ্বান করব।

মাত্র ৭ মাসেই কোনো ধরণের SEO, Optimization বা সাইট ট্রাফিকের কাজ না করেই publicvoice24.net অ্যালেক্সা র‍্যাংকিংয়ে লাখো সংখ্যার ওয়েবসাইটের মাঝে ১৬০০ সিরিয়ালে চলে আসে। এটা একদমই আশাতীত বিষয় ছিল।

কিন্তু আল্লাহ তায়ালার অনুগ্রহ ও পাঠকের ভালোবাসায় সেটা সম্ভব হয়েছে। সর্বপরি মাত্র ৭ মাসে ১২ হাজারের অধিক নিউজ আপ হয়েছে পাবলিক ভয়েসে। ফলে একটি বৃহৎ সাইটে রূপ নিয়েছে পোর্টালটি। আর এ কারণেই বড় একটি পাঠকগোষ্ঠী তৈরি হয়েছে বলে আমাদের ধারণা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমরা সর্বমহলের পাঠক সংগ্রহ করার চেষ্টা করেছি বলেই নিউজের ব্যাপারে কোনো কার্টেসি করিনি। সর্বমহল থেকেই এখন বিশাল সংখ্যার পাঠক রয়েছে পাবলিক ভয়েসে।

এই বিশাল সংখ্যার পাঠক সামাল দেওয়ার জন্য কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, যেটা শুরু থেকে সেভাবে খেয়াল করতে পারিনি। ওয়েবসাইটের মান উন্নয়নে পাঠকদের চাহিদা অনুসারে যেসব টেকনিক্যাল বিষয়ে কাজ করা দরকার ছিল, বিভিন্ন কারণে সেটাকে আমরা কাভার করতে পারিনি। কারণ, কাজের শুরুতে যে টিমটা ছিল, সে টিমটা সেভাবে থাকেনি শেষ পর্যন্ত।

ব্যক্তিগত কারণে দু’একজন গা-ছাড়া ভাব নিলেও আমাদের কাজের গতি একবিন্দুও কমেনি। বরং বেড়েছে কয়েকগুণ। কিন্তু সাইটের টেকনিক্যাল বিষয়টা সেভাবে নজর দেওয়া সম্ভব হয়নি। তাই ভিজিটর বেশি হওয়ায় মাঝেমাঝেই সাইট লোডিংয়ে পড়ে যায়। ফলে আমাদের মেইল ও ফেসবুক পেজে পাঠকদের পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ আসতে শুরু করে।

আমরা সর্বোচ্চ সমাধানের চেষ্টায় নেমে পড়ি। কিন্তু পাঠক যেহেতু না কমে ধিরে ধিরে বাড়তেই থাকে, সেহেতু অনুমিতভাবেই টেকনিক্যালী ঐ সমস্যাগুলো সমন্বয় করে ওঠা হয়নি আর।

এখন নতুন করে আমাদের ওয়েবসাইটের মান এবং টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করা অপরিহার্য হয়ে পড়েছে। আমরা চেয়েছিলাম নিউজের ধারাবাহিকতা রেখেই এই কাজগুলো করে যেতে। গত দুই সপ্তাহ সেভাবেই কাজ করেছি আমরা। কিন্তু শেষ পর্যন্ত সেভাবে সমাধান করা সম্ভব হয়নি। আর এভাবে চললে পাঠকের চাপে সাইট ডাউন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

তাই, আপাতত কিছুদিন ধারাবাহিক নিউজ আপ করা হয়ত সম্ভব হবে না। গুরুত্বপূর্ণ কিছু নিউজের পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক বিষয়ভিত্তিক আর্টিকেল পাবলিশ করা হবে। এটা শুধুমাত্র সাইটের উন্নতিকল্পে কাজ করার জন্য। এরপর আবার নব উদ্যোমে আরও গতি নিয়ে আপনাদের সামনে হাজির হবে জনপ্রিয় অনলাইন পোর্টাল পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকম, ইনশাআল্লাহ। থাকবে নতুন নতুন চমক এবং মজার মজার বিষয়ভিত্তিক কাজ।

আশা করি এই সময়েও পাবলিক ভয়েসের সঙ্গেই থাকবেন…

বিনিত :
সম্পাদক ও পাবলিক ভয়েস টিম।

মন্তব্য করুন