নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বরিশালের পিরোজপুর থানার কাউখালী এলাকার রাব্বি মিয়া (২২), একই এলাকার জাহাঙ্গীর (৩৬) ও শাহাবুদ্দিন (৩৩)।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক শাহজাহান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় নরসিংদীগামী নসিমনের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা যাত্রীবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। আর আহত হয় আরও ৮ জন। আহতদের প্রথমে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন