
ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আ. রহমান বদির স্ত্রী শাহিন আকতার শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কক্সবাজার থেকে মাদক দুর করতে ইয়াবাসহ যে কোন মাদকের বিরুদ্ধে আমার লড়াই চলবে।
জাতীয় সংসদের ভিআইপি লাউঞ্জের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তার পাশে ছিলেন এ আসনের সাবেক সংসদ সদস্য তার স্বামী আ. রহমান বদি।
সালমা ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন। তিনি প্রায় দুই লাখ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী পান ৩৭ হাজার ভোট। যদিও বিএনপির দাবি আওয়ামী লীগ ভোট ডাকাতি করে বিজয়ী হয়েছে।
২০০৮ সালের নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছিলেন আ. রহমান বদি। এরপর তার উপর মাদক সম্রাজ্য পরিচালনার অভিযোগ ছিলো। অবস্থায়ই ২০১৪ সালেও তিনি আওয়ামী লীগের এমপি হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে তিনি মনোনয়ন পাননি। তার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী।