ফরিদপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০১৯

ফরিদপুরের সালথা উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে বহুলুল বিশ্বাস (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার বহুলুল বিশ্বাস উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের আফছার বিশ্বাসের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে শিশুটি বাথরুমে যায়। এ সময় ওৎ পেতে থাকা বহুলুল বাথরুমে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার মা বাথরুমের দিকে এগিয়ে গেলে বহুলুল দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। রাত সাড়ে ৮টার দিকে বহুলুল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।

সালথা থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন খান বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন