ভৈরবে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৯

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনে কাটা পড়ে জানু বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) ভৈরব রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জানু বেগম কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার আমানপুর গ্রামের মইজউদ্দিনের স্ত্রী।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩টা ২৩ মিনিটে ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতি দেয় এবং দুই মিনিট বিরতির পর ট্রেনটি ৩টা ২৫ মিনিটে ছেড়ে যায়। এত কম সময়ের মধ্য তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়ে জানু বেগম (৩৫) নামে এক নারী যাত্রী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন