সাভারে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত নারীর ৬ টুকরো লাশ উদ্ধার

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৯

সাভারে বলিয়ারপুর ময়লার ভাগার থেকে অজ্ঞাত এক নারী ৬ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার ময়লা ডাম্পিং স্টেশন থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

থানা-পুলিশ জানায়, দুপুরে বলিয়াপুর এলাকার অবস্থিত সিটি করপোরেশনের ময়লা ডাম্পিং স্টেশনে এক নারীর অর্ধগলিত দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে দুই পা, মাথা ও দুই হাত উদ্ধার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোথাও নারীটিকে হত্যার পর তার মৃতদেহটি টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে রাখা হয়। সোমবার সকালে সিটি করপোরেশনের ময়লার গাড়িতে করে মৃতদেহটি বলিয়ারপুর এলাকার ডাম্পিং স্টেশনে এনে ফেলা হয়।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

/এসএস

মন্তব্য করুন