

সাবেক প্রেসিডেন্ট, পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এরশাদ ইসলাম ও দেশের কল্যাণে অনেক অবদান রেখে গেছেন।
তিনি রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করে মুসলিম জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন। এছাড়াও তিনি সংবিধানে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত, ছুটির দিন শুক্রবার ও পল্লী এলাকার ব্যাপক উন্নয়ন করে দেশবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।
তারা আরো বলেন, এরশাদের ইন্তেকালে বাংলাদেশ এক মহান নেতাকে হারিয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাবেক রাষ্ট্রপতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এর আগেও তিনি একাধিকবার দেশ-বিদেশে চিকিৎসা নেন।
আইএ/পাবলিক ভয়েস