মারকাযুত তাকওয়ার জাতীয় সম্মেলন স্থগিত

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

ডেস্ক রিপোর্ট: মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র জাতীয় ইসলামী মহাসম্মেলনের নির্ধারিত তারিখ ছিলো ১৮ জানুয়ারী ২০১৯।

নির্বাচন পরবর্তী শঙ্কা, তাবলীগ ইস্যু ও মাত্রাতিরিক্ত শৈত্যপ্রবাহের দিকে লক্ষ্য রেখে আপাতত ১৮ জানুয়ারী ২০১৯ এর সম্মেলনটি স্থগিত করা হয়েছে। স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রশাসনিক পরামর্শও এমনই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্টাতা ও পরিচালক মুফতী হাবিবুর রহমান মিছবাহ।

তিনি বলেন, পরবর্তী তারিখ জানানো হবে এবং এ বছর যারা অতিথি ছিলেন তাদেরকেই পূণরায় অতিথি করা হবে।

১৮ জানুয়ারী ২০১৮ যারা অতিথি ছিলেন-

> প্রথম অধিবেশ
মজলিসে দাওয়াতুল হকের আমীর ও যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান শায়খে যাত্রাবাড়ি

> দ্বিতীয় অধিবেশ
হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী

> শেষ অধিবেশ
নায়েবে আমীরুল মুজাহিদীন
মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুর করীম শায়খে চরমোনাই

ও বরেণ্য ওয়ায়েজ মাওলানা যুবায়ের আহমদ আনসারী-সহ দেশের প্রখ্যাত ওলামা মাশায়েখ ও ওয়ায়েজীনে কেরাম।

মন্তব্য করুন