

গ্রাহকদের তথ্য সুরক্ষা নিশ্চিত করতে না পারায় এবার ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করা হলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ৮ কোটি ৭০ লাখ ফেসবুক গ্রাহকের তথ্য অপব্যবহার করেছে। আর এ বিষয়টি নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ফেসবুককে এই জরিমানার বিষয়টি এফটিসিতে ৩-২ ভোটে পাস হয়। বিষয়টি নিয়ে ফেসবুক বা এফটিসি কেউই মন্তব্য করবে না বলে জানিয়ে দিয়েছে।
উল্লেখ্য, ফেসবুককে অতিরিক্ত তিন শতাংশ হারে কর দিতে হবে ঘোষনা করে ফ্রান্সের সংসদ বৃহস্পতিবার একটি আইন পাস করেছে ৷ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফ্রান্সের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তদন্ত আহ্বান করেছেন৷
আইএ/পাবলিক ভয়েস