৫ জেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ নিহত ১৩

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৯

পাঁচ জেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ মোট ১৩জন নিহত হয়েছেন। সুনামগঞ্জের তাহেরপুর উপজেলায় বাবা ও ছেলেসহ দু’জন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় তিনজন। ময়মনসিংহের তিনজন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একজন।

আজ শনিবার (১৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

পাবনা: পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার চাকলা ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মুতালেব সরদার (৫৫), তার দুই ছেলে ফরিদ সরদার (২২) ও শরিফ সরদার (১৮) এবং একই গ্রামের রহম আলী (৫৫)।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় তারা পাচুরিয়া স্কুল মাঠের পাশে ডোবায় পাট জাগ দিচ্ছিলেন। এ সময় মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাছমারা বেনীপুর গ্রামে এক কৃষক মাঠে কৃষি কাজ করতে গিয়ে কৃষক দুরুল হোদা (৫৫) বজ্রপাতে নিহত হয়েছে। আজ শনিবার দুপুর ৩ টার দিকে এই ঘটনা ঘটে।

মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজম তৌহিদ জানান, সকালে মাঠে ধান লাগানোর কাজে গেলে দুপুর তিনটার দিকে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়। এসময় আকাশের মেঘের গর্জন হযওয়ার সাথে ভারী বৃষ্টি হলে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কৃষক দুরুল হুদার মৃত্যু হয়।

ময়মনসিংহ: দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বজ্রপাতে চৈইত কোচ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ফুলবাড়িয়া উপজেলার বড়বিলা বিলে চৈইত ও তার বড় ভাই মনু বর্মন মাছ শিকার করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই চৈইতের মৃত্যু হয়। এ সময় মনু আহত হয়েছেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, দুপুরে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় কৃষকসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জামাল উদ্দিন (৪০) ও সোহাগ মিয়া (২৪)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে কৃষক জামাল ধানের চারা নিয়ে ফসলের মাঠে যাওয়ার সময় এবং সোহাগ মিয়া নিজের হাঁসের খামারে খাবার দিতে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেবুন্নাহার শাম্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা​: বিকেলে চুয়াডাঙ্গার আলফাডাঙ্গা উপজেলায় বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা সবাই ট্রাকে কলা বোঝাই করছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- আলফাডাঙ্গা উপজেলার মেহেরপুরের বারাদি ইউনিয়নের মকবুলের ছেলে আল আমিন (৩০), গোলাম রসুলের ছেলে হুদা (৩২) ও মো. বরকতের ছেলে হামিদুল (৩৫)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সোনিয়া আহমেদ বলেন, বজ্রপাতে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়েছে।

সুনামগঞ্জ: সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মৃত মিরাজ আলীর ছেলে হারিদুল (৪৫) ও তার ছেলে তারা মিয়া (১০)।

তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন