

সারাদেশে এক গুজব আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে “ছেলেধরা” পার্টি অথবা “কল্লাকাটা” পার্টি নেমেছে বলে। গুজবে বলা হচ্ছে বিভিন্ন অঞ্চলে ছেলেধরা বা কল্লাকাটা পার্টি নেমেছে যারা ছোট ছোট বাচ্চাদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষজন এখন চরম আতঙ্কে দিন কাঁটাচ্ছে এই গুজবের ওপর ভিত্তি করে।
এই গুজবের ওপর ভিত্তি করে ফেনীর ধোমসাদ্দা বাজার এলাকায় এক নওমুসলিমকে মারধর করেছেন এলাকার লোকজন।
জানা গেছে, ফেনীর ধোমসাদ্দা এলাকা ও তার আশপাশের শিক্ষা-প্রতিষ্ঠানে সাহায্যে চাইতে আসেন একজন নওমুসলিম। এলাকার লোকজন তাকে ছেলেধরা মনে করে নির্মমভাবে মারধর করেছেন। তিনি যতই বলার চেষ্টা করেছেন তিনি একজন নওমুসলিম, এসেছেন সাহায্য চাইতে কিন্তু তার কথা কেউ বিশ্বাস না করেই তাকে বেধরক মারধর করেছে গুজবে বিশ্বাস করা স্থানীয় লোকজন।
পরবর্তিতে স্থানীয় অনেকে মিলে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তি এক বাজারে নিয়ে যায় এবং তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়। এমনভাবে গুজবে বিশ্বাস করে কোনোরুপ যাচাই ছাড়াই কাউকে এমন মারধরের তীব্র প্রতিবাদ জানিয়েছে অনেকে।