
মানিকগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে মো. শুভ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দিঘী গ্রামে এই ঘটনা ঘটে।
শুভ ওই গ্রামের সানু মিয়ার ছেলে। সে শহরের মাইলস্টোন নামে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।
স্থানীয় দিঘী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফুলচান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা আড়াইটার দিকে শুভ দিঘী গ্রামে বাড়ির পাশে প্রাইভেট পড়তে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়িতে ফেরার পথে বজ্রপাত হলে গুরুতর আহত হয়। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য ফুলচান বলেন, সানু মিয়ার চার সন্তানের মধ্যে শুভ ছিল একমাত্র ছেলে।
জিআরএস/পাবলিক ভয়েস

