
টাঙ্গাইলের গোপালপুরে ধোপাকান্দি ইউনিয়নের পাঁচশ গ্রামের পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলো- ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে ছোহাইল (৮) ও মেয়ে সুখী (১০)।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে ভাই-বোন কাউকে কিছু না বলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘসময় তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাছ ধরার জাল দিয়ে ওই পুকুরে তল্লাশি করে ছোহাইল ও সুখীর মরদেহ উদ্ধার করে।
জিআরএস/পাবলিক ভয়েস

