
সম্পর্কে চাচাতো-জেঠাতো দুই। ছোট বোন সপ্তম শ্রেণির ছাত্রী। দুই বোনকে অপহরণ করে টানা ২০ দিন ধরে ধর্ষণ করছে দুই যুবক। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
জানা যায়, গত ২ জুন সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকা থেকে ৭ম শ্রেণির এক ছাত্রী ও তার চাচাতো বোনকে কৌশলে অপহরণ করে দুই বন্ধু। এরপর তাদের একটি রুমের ভিতর আটকে রেখে টানা ২০ দিন ধরে ধর্ষণ করে চলছে ওই দুই বন্ধু।
২১ জুন ধর্ষিতা এক বোনের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। এরপর ওইদিন শুক্রবার দিবাগত মধ্যরাতে ফতুল্লা থানাধীন গিরিধারা এলাকার বাসিন্দা সেলিনা আক্তারের বাসা থেকে তাদের উদ্ধার করেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।
গ্রেফতারকৃত দুই পাশণ্ড ধর্ষক হলো আল-আমিন (২২) ও তার বন্ধু রিয়াদ (২৫)। গতকাল শনিবার দুপুরে দুই ধর্ষককে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামীদের আটকের পর ধর্ষণ মামলা রুজু হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২ জুন বিকাল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের আইয়ুবনগর এলাকা থেকে দুই চাচাতো-জেঠাতো বোনকে অপহরণ করে আল-আমিন ও তার বন্ধু রিয়াদ।
পরে তাদেরকে ফতুল্লা থানাধীন গিরিধারা এলাকার জনৈক সেলিনা আক্তারের বাসায় নিয়ে যায় ওই দুই বন্ধু। মামলায় উল্লেখ করা হয়, ওই বাসার এক কক্ষেই দুই বন্ধু অসংখ্যবার তাদের ধর্ষণ করে।
/এসএস

