ফরিদপুরে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

ফরিদপুর শহরের কোমরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ  দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- গ্রামীন জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা, তার মা মহিরন নেছা ও তার বোন আসিয়া বেগম।আহত সাতজন ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানায়, সকালে মাইক্রোবাসযোগে ঢাকা থেকে গ্রামীন জুয়েলার্সের মালিক আসলাম তার পরিবার নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেউলি গ্রামের নিজ বাড়ি যাওয়ার সময় কোমরপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই আসলাম ও তার বোন আসিয়া নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আসলামের মা মহিরন মারা যান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন