কিশোরগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, জুন ২০, ২০১৯

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে মোখলেছ মিয়া (৪২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার বরুলিয়া খালে এ বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত মোখলেছ উপজেলার মহরকোনা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বরুলিয়া খালে মাছ ধরতে যান মোখলেছ। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন