

ভোটকেন্দ্রে একটি ব্যাগে গুলিসহ পিস্তল রেখে নামাজ পড়তে যান পুলিশের এক উপপরিদর্শক। নামাজ শেষে এসে দেখেন তার সেই গুলিসহ আগ্নেয়াস্ত্র চুরি হয়ে গেছে। গুলিসহ পিস্তল হারানো ওই পুলিশের নাম নাজমুল হক। তিনি খুলনার দিঘলিয়া থানায় উপপরিদর্শকের (এসআই) দায়িত্ব পালন করেন।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।
এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে এবং একইসঙ্গে ওই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর থেকে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান চালায়। এখনও গুলি ও পিস্তলের হদিস পাওয়া যায়নি।
গুলিসহ পিস্তল হারানো ও এ ঘটনায় এসআই নাজমুল হকের সাময়িক বরখাস্তের বিষয়টি ডুমুরিয়া থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম বিপ্লব নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের নির্বাচন হয়। সেই নির্বাচনে দায়িত্ব পালন করতে সেখানকার একটি ভোটকেন্দ্রে যান দিঘলিয়া থানা পুলিশের এসআই নাজমুল হক।
আইএ/পাবলিক ভয়েস