
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ প্রার্থীর সমর্থক ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল রোববার (১৬ জুন) রাত ৮ টার দিকে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় আ.লীগ মনোনীত প্রার্থী কাজল কৃষ্ণ দে এবং বিদ্রোহী প্রার্থী ওবাইদুর রহমান খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আ.লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী সভার পাশ দিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় উভয় গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় বাপ্পি কুন্ডু নামের এক পথচারী মারাত্মক আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জিআরএস/পাবলিক ভয়েস

