
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ভাগিনা সৈয়দ ইফতেখার আলম অপহরণ হয়েছে বলে অভিযোগ করেছেন স্বয়ং সোহেল তাজ নিজেই।
এই ঘটনার তীর পরিচিত কারো উপরই ছুড়ছেন তিনি। এমনকি অপহরণকারীদের তিনি চিনেন বলেও পরিচয় প্রকাশ করা হুমকি দেন সোহেল তাজ।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। ইফতেখারুল আলম- সোহলে তাজের মামাতো বোনের ছেলে।
সোহেল তাজ তার ফেসুবকে পোস্টে লিখেছেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)কে ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে।
যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে। অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি’।
/এসএস

