

সরকার মাদরাসা শিক্ষা উন্নয়ন ও আধুনিকায়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। সেই লক্ষ্যে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষার জন্য বরাদ্দের পরিমাণ বাড়ছে।
এ খাতে গত অর্থবছরের চেয়ে ১ হাজার ৬৯৬ কোটি টাকা বাড়িয়ে এবারের প্রস্তাবিত বজেটে ৭ হাজার ৪৫৪ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রস্তাবে আরও বলা হয়, মানসম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সরকার।
আইসিটি খাতসহ বিকাশমান প্রযুক্তিসমূহ কারিগরি জনশক্তি প্রয়োজন মেটাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দিয়েছে সরকার। এক্ষেত্রে বৈচিত্র আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন অনুদান প্রদান করা হচ্ছে।
এছাড়া বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং ইংরেজি ও গণিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কারিগরি শিক্ষার প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে আইসিটিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া দেশে ১ হাজার ৮০০টি মাদ্রাসার নতুন ভবন নির্মাণ করা হচ্ছে বলে প্রস্তাবিত বাজেটে জানানো হয়।
আইএ/পাবলিক ভয়েস