রংপুরে বাংলাদেশ ব্যাংকের ১ কর্মকর্তাসহ ৪ জন সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৯
বাংলাদেশ ব্যাংক

টাকা গণনায় অনিয়ম ও নানা স্বেচ্ছাচারিতার অভিযোগে বাংলাদেশ ব্যাংক, রংপুরের এক কর্মকর্তাসহ ৪ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ব্যাংকের জেনারেল ম্যানেজার তাদের বরখাস্ত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তবে যাদের বরখাস্ত করা হয়েছে তাদের নাম-পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

সিরাজুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ব্যাংক, রংপুরের কিছু অনিয়মের কথা শোনা যাচ্ছিল। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের শীর্ষ পর্যায়ের একটি কর্মকর্তা দল এখানে এসে বিষয়টি খতিয়ে দেখে। এতে তারা টাকা গণনায় অনিয়ম ও নানা স্বেচ্ছাচারিতার সত্যতা পায়। যে কারণে প্রাথমিকভাবে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এরপর আরও কোনো অনিয়ম, ভল্ট ভাঙা কিংবা সম্পদ চুরির বিষয় আছে কি না, সেসবও খতিয়ে দেখা হচ্ছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন